Wednesday, April 15, 2015 12:40:34 PM
চাঁদপুর টাইমস ডট কম
ইব্রাহিম হোসেন বাবলু (৩২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত দেড়টার দিকে লক্ষীপুর জেলার সদর উপজেলার চরশাহী ইউনিয়নের নুরুল্যাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বাবলু ওই এলাকার মৃত মহসিনের ছেলে এবং চরশাহী ইউনিয়ন আ.লীগের সহ-দপ্তর সম্পাদক বলে জানা গেছে। তার মাথায় গুলির আঘাত লাগে।
বাবলুর ছোট ভাই সদর উপজেলা (পূর্ব) যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. মোরশেদ আলম জানান, রাত দেড়টার দিকে কুকুরের ডাক শুনে বাবলু এবং তার স্ত্রী ঘরের সামনে বের হন। এ সময় পাশের বাগান থেকে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে তারা চিৎকার দিলে অস্ত্রধারীরা পালিয়ে যায়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, অন্তকোন্দলে বাবলু গুলিবিদ্ধ হয়েছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। মামুন ও রিপন নামে দলীয় দুই নেতা এ ঘটনার সঙ্গে জড়িত বলে শোনা যাচ্ছে।
চাঁদপুর টাইমস- ডিএইচ/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur