Home / সারাদেশ / ধর্ষণ মামলায় রাতেই শহীদুলের ফাঁসি কার্যকর
Fasi- hang

ধর্ষণ মামলায় রাতেই শহীদুলের ফাঁসি কার্যকর

ধর্ষণ মামলার আসামি শহীদুলের ফাঁসি কার্যকর করা হয়েছে। রাত ৯টা ৪৫ মিনিটে গাজীপুরের কাশিমপুর কারাগারে তার ফাঁসির রায় কার্যকর করা হয়।

রাজধানীর গুলশানের নিজ বাড়িতে শিল্পপতি লতিফুর রহমানের মেয়ে শাজনীন তাসনিম রহমানকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামি ছিলেন শহীদুল ইসলাম ওরফে শহীদ। তিনি ২০১২ সাল থেকে এ কারাগারে বন্দি ছিলেন।

রায় কার্যকরের পর কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. মিজানুর রহমান কারা ফটকে এসে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফাঁসি কার্যকরের পর সকল আনুষ্ঠানিকতা শেষে তার ভাই শহিদুল ইসলাম মরদেহ গ্রহণ করেন। পরে রাতেই তার মরদেহ গ্রামের বাড়ি গোপালগঞ্জের মোকসেদপুর থানার ডাংগাদুর্গাপুর গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

রাত ৯টা ৪৫ মিনিটে শাজনীন হত্যা মামলার আসামি শহীদুল ইসলাম শহীদের ফাঁসি কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।

কারাসূত্র জানায়, ফাঁসির রায় কার্যকরের সময় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলাম, কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, গাজীপুরের সিভিল সার্জন ডা. সৈয়দ মো: মঞ্জুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল শেখ উপস্থিত ছিলেন।

বার্তা কক্ষ
: আপডেট, বাংলাদেশ সময় ৭:১০ পিএম, ২৯ নভেম্বর ২০১৭, বুধবার
ডিএইচ

Leave a Reply