তথ্য প্রযুক্তি

সিদ্ধান্ত প্রত্যাহার : রাতেই চালু হচ্ছে সিটিসেলের কার্যক্রম

রাতে চালু হচ্ছে দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেলের কার্যক্রম। আদালতের নির্দেশে আজ (রোববার) রাত ১২টার মধ্যেই কার্যক্রম আবার শুরু হচ্ছে।

বৃহস্পতিবার অপারেটরটির বন্ধ হওয়া তরঙ্গ অবিলম্বে পুনর্বহাল করতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। সেই নির্দেশ অনুযায়ী বিটিআরসি সিটিসেলের জন্য বরাদ্দ তরঙ্গ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করায় কার্যক্রম শুরু করছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, আদালতের নির্দেশে সিটিসেলের তরঙ্গ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তরঙ্গ পুনর্বহাল করতে বিটিআরসিরে প্রকৌশলীরা কাজ করছে। রাতের যেকোন সময়ে প্রাণ ফিরে পাবে সিটিসেল।

উল্লেখ্য, আদালতের নির্দেশে তরঙ্গ ফেরত পেতে হলে ১৯ নভেম্বরের মধ্যে সিটিসেলকে ১০০ কোটি টাকা পরিশোধ করতে হবে। এতে ব্যর্থ হলে তাদের তরঙ্গ আবার বন্ধ করে দিতে পারবে বিটিআরসি। এর আগে গত ২০ অক্টোবর সিটিসেলের তরঙ্গ বরাদ্দ বাতিল ও কার্যক্রম বন্ধ করে দেয় বিটিআরসি।

নিউজ ডেস্ক ।। আপডটে, বাংলাদশে সময় ৬ : ০১ পিএম, ৬ নভেম্বর ২০১৬, রোববার
এইউ

Share