ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে নিজের ফ্ল্যাটে আয়োজিত পার্টিতে ধর্ষিতা হলেন কলকাতার এক যুবতী। এমনই অভিযোগ উঠেছে মুম্বাইয়ের হাদাপসর থানার আমানোরা পার্ক এলাকায়।
আজ সকালে ওই যুবতিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
ধর্ষণের অভিযোগে ফিরোজ় মহম্মদ শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, একটি মলে অ্যাসিস্টেন্ট ম্যানেজার হিসেবে কাজ করেন ২৬ বছরের ওই যুবতি। আমানোরা পার্কের ভাড়া ফ্ল্যাটে আরও তিন যুবতির সঙ্গে থাকেন তিনি। হাদাপসর থানার সিনিয়ন ইন্সপেক্টর আর এন মোহিত বলেন, ফিরোজর বন্ধু এবং নির্যাতিতার রুমমেটরা ওই পার্টির আয়োজন করেছিলেন।
সেখানেই গতকাল আসে অভিযুক্ত ফিরোজ়। রাত ২টা পর্যন্ত পার্টি চলে।
তিনি আরও জানান, এরপর ফিরোজ়ের বন্ধুরা ড্রয়িং রুমে বিশ্রাম নিচ্ছিলেন। সেই সুযোগে ফিরোজ় নির্যাতিতার রুমে ঢুকে তাঁকে রাতভর ধরে ধর্ষণ করে।
ফিরোজ় কীভাবে ওই যুবতির রুমে ঢুকল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। ওইসময় অন্য মেয়েরা কোথায় ছিল, তাও খতিয়ে দেখছে পুলিশ। বন্ধুদের উপস্থিতিতে ধৃত যুবক এই ঘটনা ঘটিয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। সবার বক্তব্য রেকর্ড করা হচ্ছে বলে জানান আর এন মোহিত।
আন্তর্জাতিক নিউজ ডেস্ক || আপডেট: ০৯:৩৫ অপরাহ্ন, ১৭ ফেব্রুয়ারি ২০১৬, বুধবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur