হাজীগঞ্জ

রাজারগাঁও ইউনিয়নে মাদক থেকে অনাচার ছড়াচ্ছে

চাঁদপুরের হাজীগঞ্জ থানার অন্যতম একটি ইউনিয়ন হিসেবে ১নং রাজারগাঁও উত্তর ইউনিয়ন। শিক্ষা ও আদর্শের দিক থেকে এ ইউনিয়নকে উপজেলা বাসী জানেন আদর্শ ইউনিয়ন হিসেবে ।

সম্প্রতি এ ইউনিয়নে কিছু সংখ্যক মাদকসেবী ও বিক্রেতা তৈরি হয়ে সমাজে অনাচারের ভাইরাস ছড়াচ্ছে।

মাদকের সাথে সম্পৃক্তদের খোঁজ নিতে গেলে এলাকার প্রভাবশালী ও জনপ্রতিনিধিদের ভূমিকা প্রশ্নবিদ্ধ মনে হয়।

ক্ষমতাসীন স্থানীয় রাজনীতিবিদদের ছত্রছায়ায় ছাত্র ও যুব নেতাদের মাধ্যমে পুরো গ্রামে মাদক ছড়িয়ে পড়ছে। স্কুল-কলেজ পড়–য়াদের মধ্যে বিপথগামীরা হাত বাড়ালেই মাদকের সন্ধান পাচ্ছে।

এ ইউনিয়নের রাজারগাঁও বাজার থেকে শুরু করে, মেনাপুর বাজার, পশ্চিম রাজারগাঁও, টেকের বাজারসহ আরো একাধিক স্থানে এখন মাদক সেবন ও বিক্রি চলছে অনেকটা প্রকাশ্যে।

ফলে নতুন প্রজন্মের অনেকেই এতে কৌতুহলবশত জড়িয়ে পড়ছে।

এলাকার বেকার যুবকসহ স্কুল – কলেজে পড়ুয়া শিক্ষার্থীরাও এ মরণব্যধিতে আক্রান্ত হচ্ছে। নেশার টাকা সংগ্রহে পরিবারে বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করছে আর ঘরে ঘরে কলহ বাড়ছে।

এদিকে এ ইউনিয়নে সম্প্রতি আগের তুলনায় চুরি বেড়ে গেছে। স্থানীয়রা বিষয়টি মাদকের কুফল হিসেবেই দেখছেন।

এ ইউনিয়ন থেকে থেকে মাদক মুলোৎপাটন করতে গ্রামবাসী স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন সংশ্লিষ্টদের আন্তরিক সাহায্য কামনা করছেন।

লিখেছেন- ফজলে রাব্বি, শিক্ষার্থী- প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় ঢাকা।
: আপডেট, বাংলাদেশ সময় ৩: ০০ পিএম, ৭ জুলাই ২০১৭, শুক্রবার
ডিএইচ

Share