গরুর গুঁতোয় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। রাজশাহী নগরীর সিটি বাইপাস হাটে বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যের নাম তরুণ (নং ১০১২)। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজশাহী সিটি হাটের ইজারাদার আতিকুর রহমান কালু জানান, দুপুরে পুলিশ তরুণ দায়িত্ব পালন করতে সিটি হাটে আসেন। এ সময় হাটে আসা একটি ক্ষেপাটে গরু তাকে শিং দিয়ে গুঁতো দেয়। এতে তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পরে অন্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করান।
বর্তমানে পুলিশ সদস্য তরুণ সুস্থ আছেন বলে জানিয়েছেন রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই আব্দুল কাদের।
|| আপডেট: ১০:০৩ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০১৫, বুধবার
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur