রাজরাজেশ্বর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি অনুমোদিত
চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ কাকন ও সদস্য সচিব পীরজাদা জুনায়েদ উল্যাহ খান স্বাক্ষরিত ২১ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গত ২১ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়।
নতুন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইমরান হোসেন খোকন মাঝি এবং সদস্য সচিবের দায়িত্ব পেলেন আবুল কালাম (কালন ভূঁইয়া)। এছাড়া সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্বপালন করবেন মো. দেলোয়ার হোসেন বকাউল।
কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন: মো. আনোয়ার হোসেন ঢালী, নাজিম উদ্দিন, দেলোয়ার হোসেন মিজি, খলিলুর রহমান টেলু।
কমিটির সম্মানিত সদস্যরা হলেন: মো. তৈয়ব ইসলাম খান, এরশাদ হোসেন প্রধানিয়া, জিন্নত আলী, আক্তার মাঝি, মো. বিল্লাল হোসেন মাল, শাহাপরান, সাদ্দাম হোসেন গাজী, বিল্লাল হোসেন পাটওয়ারী, মোকলেস আলী, খোকন ভূঁইয়া, মো. নজরুল ইসলাম মিজি, জাহাঙ্গীর আসামী, নজরুল ইসলাম ও আলী আজগর খান।
উল্লেখ্য, উক্ত কমিটির আহ্বায়ক, সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম-আহ্বায়কের যৌথ স্বাক্ষরে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। এছাড়াও আগামী ১৫ দিনের মধ্যে অধিনস্থ সকল ওয়ার্ড কমিটিগুলো সম্মেলনের মাধ্যমে সম্পন্ন করার নির্দিশে দেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তি/ ২২ সেপ্টেম্বর ২০২৫