চাঁদপুর সদর

রাজরাজেশ্বরে ইলিশ জব্দ ও পুলিশের ওপর হামলায় ৮০ জনের বিরুদ্ধে মামলা

চাঁদপুর সদর পদ্মা-মেঘনা বেষ্টিত রাজরাজেশ্বর ইউপিতে জাহাঙ্গীরের মেম্বারের বাড়িতে অভিযান চালানোর সময় পুলিশের উপর হামলা ও বিপুল পরিমানে ইলিশ জব্দের ঘটনায় পুলিশবাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলায় জাহাঙ্গীর মেম্বারকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখ পূর্বক প্রায় ৮০ জনের বিরুদ্ধে শনিবার (২৭ অক্টোবর) চাঁদপুর মডেল থানার এসআই মোঃ কামাল উদ্দিন বাদি হয়ে এই মামলাটি দায়ের করেন।

মালমার আসামিরা হলেন : জাহাঙ্গীর আলম সরকার (ইউপি সদস্য)৪৫, শাহজালাল বন্দুকসী (৩৭), হাসান আলী দেওয়ান (৬০), ইকবাল বেপারী (৩৬), মকবুল প্রধানিয়া (৩৭) তাজল দেওয়ান (৩৫), শফি দেওয়ান (৪০), সিদ্দিক বেপারী (৪০), পারভেজ গাজী রনি (৩০), ময়না বেগম (৩০), ফয়সাল বেপারী (৫০), কালা কোড়ালী (৩৫), আব্দুল আলীম সরকার (৩৮), ইসমাইল গাজী (৪০), রফিক দেওয়ান (৩৫),। এরা সবাই রাজরাজেস্বর ইউনিয়নের বাসিন্দা।

এদিকে আলোচিত এই মামলটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে চাঁদপুর মডেল থানার এসআই পলাশ বড়ুয়াকে।

মামলার এজহার সূত্রে জানা যায়, রাজরাজেশ্বর ইউনিয়নের মেম্বার জাহাঙ্গীর সরকারের বাড়ি থেকে প্রায় ১০০ মন মা ইলিশ জব্দ করা হয়েছে।যার বাজার মূল্য আনুমানিক ৪০ লক্ষ্য টাকা।

প্রসঙ্গত গতকাল শুক্রবার গোপন তথ্যের ভিত্তিতে এডিএম মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান ও অতিরিক্ত পুলিশ সুপার চাঁদপুর সদর সার্কেল জাহেদ পারভেজ চৌধুরীর নেতৃত্বে জেলা টাস্কফোর্সে রাজরাজেশ্বর চরে ইউপি সদস্য জাহাঙ্গীরের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমান মা ইলিশ জব্দ করলে ইউপি সদস্য প্রায় ২৫০ -৩০০ জেলেকে নিয়ে অভিযানের সদস্যদের উপর আক্রমন চালায়।

এতে দু’জন পুলিশ সদস্য আহত হয়।পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ৪০ রাউন্ড ফাকা গুলি ছোড়ে।

এ ঘটনায় পৃথক দুটি ধারায় মামলা রুজু হয়েছে বলে জানান সদর মডেল থানার তদন্ত ওসি মাহবুব মোল্লা।

প্রতিবেদক: আশিক বিন রহিম
২৭ অক্টোবর,২০১৮

Share