Home / বিশেষ সংবাদ / রাজমেস্ত্রী কিশোরী থেকে শিক্ষামন্ত্রী
রাজমেস্ত্রী কিশোরী থেকে শিক্ষামন্ত্রী

রাজমেস্ত্রী কিশোরী থেকে শিক্ষামন্ত্রী

নাজাদ ভালাউদ বেলকাসেম ফ্রান্সের একজন রাজনীতিবিদ। তিনি ১৯৭৭ সালের ৪ অক্টোবর জন্মগ্রহণ করেন। ২০১৪ সালের ২৫শে আগস্ট তাকে প্রথম শিক্ষামন্ত্রীর আসনে বসানো হয়।

সাত ভাই-বোনের মাঝে তিনি পরিবারে দ্বিতীয় সন্তান। তিনি মরক্কোর নি চিকার নামের একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন। তার নানী ও দাদী ছিলেন স্প্যানিশ ও আলজেরিয়ান নাগরিক। তার বাবা একজন রাজমেস্ত্রী ছিলেন। নাজাদ ১৯৮২ সালে তার বাবার সাথে কাজ শুরু করেন। সেখানে তার মা এবং বড় বোন ফাতিহাও কাজ করতেন। কাজের পাশাপাশি তিনি তার পড়াশোনা চালিয়ে যান।

২০০২ সালে প্যারিসের রাজনৈতিক ইন্সটিটিউট থেকে তিনি স্নাতক পাশ করেন। সেখানে তার সাথে বোরিস ভালাউদের দেখা হয়। তার সাথে তিনি ২০০৫ সালের ২৭শে আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

২০০২ সাল থেকে মূলত তিনি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হন। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তার। একের পর এক সকল বাঁধা পেরিয়ে আজ তিনি ফ্রান্সের শিক্ষামন্ত্রী।

তিনি প্রমাণ করে দিয়েছেন, প্রবল ইচ্ছাশক্তির জোরে মানুষ যে কোন কিছু করতে পারে। তাই তো আজ তিনি তার যোগ্য স্থানে পৌঁছে গিয়েছেন। কোন বাঁধা তাকে রুখে দিতে সক্ষম হয়নি।

: আপডেট ৩:২০ পিএম, ২৬ এপ্রিল ২০১৬, মঙ্গলবার
ডিএইচ