উপজেলা সংবাদ

রাজন হত্যার প্রতিবাদে চাঁদপুরে সম্মিলিত সাংস্কৃতিক

শরীফুল ইসলাম, চাঁদপুর :

সিলেটে শিশু রাজন হত্যার প্রতিবাদে সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার আয়োজনে মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমীর সামনে চাঁদপুরের সকল সাংস্কৃতিক কর্মীরা মানববন্ধনে অংশগ্রহণ করে।

এসময় বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার সভাপতি তপন সরকার, সাধারণ সম্পাদক অ্যাড. বদিউজ্জামান কিরণ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, জেলা উদীচী শিল্পগোষ্ঠীর সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, চতুরঙ্গের মহাসচিব হারুন আল রশিদ, দৈনিক চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক এএইচএম আহসান উল্ল্যাহ, রবীন্দ্র সম্মিলিত পরিষদের সভাপতি বিমল দত্ত, মোহনবাঁশি স্মৃতি সংসদের সভাপতি অজিত দত্ত, চাঁদপুর ড্রামার সভাপতি খাইরুল ইসলাম বিল্লাল।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সিলেটে শিশু রাজনকে যেভাবে হত্যা করা হয়েছে সামাজিক মাধ্যমের সহায়তায় তা দেখে পুরো জাতি আজ স্তম্ভিত। পবিত্র মাহে রমজান মাসে পাষন্ড অত্যাচারীরা শিশুটিকে নির্মমভাবে হত্যা করেছে, আমরা সাংস্কৃতিক কর্মী হিসেবে তা কখনো মেনে নিতে পারি না। আমাদের বিবেক আজ কোথায় পৌঁছেছে। আমরা নিজেদের মনুষ্যত্ব ভুলে মানুষ হত্যা করছি তা আবার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশ করছি। আমরা সাংস্কৃতিক কর্মীরা বলে দিতে, চাই শিশু হত্যা মামলার যেনো কোনো তালবাহানা না করে। আমরা দ্রুত এই হত্যাকান্ডের বিচার দাবি করছি।

আপডেট :   বাংলাদেশ সময় : ০৬:০৭ অপরাহ্ন, ৩০ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ,  বুধবার ১৫ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি

Share