কলকাতার হালের জনপ্রিয় নায়ক দেব ঢাকায় এসেছেন। তবে কোনো ছবির শুটিংয়ে অংশ নিতে নয়, একটি রাজনৈতিক আয়োজনে অংশ নেওয়ার জন্যই তিনি বাংলাদেশে এসেছেন। শুক্রবার (৩১ মার্চ) দুপুরের দিকে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিষয়টি দেব নিজেই তার ফেসবুকের মাধ্যমে জানান। অনুভূতি প্রকাশ করে লিখেছেন, প্রিয় শহরে এসেছি। খুবই আনন্দিত।
আগামীকাল ১ এপ্রিল থেকে বাংলাদেশ জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে শুরু হচ্ছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সমাবেশ। এতে অংশ নেবেন বিভিন্ন দেশের সংসদ সদস্যরা। কলকাতার ঘাটালের সাংসদ হওয়ার সুবাদে দেবও হাজির হলেন এই আয়োজনে যোগ দিতে। সমাবেশটি চলবে ৫ এপ্রিল পর্যন্ত।
তবে ভেতরে খবর রয়েছে আরেকটি। জানা গেছে, সম্মেলন শেষে করে জাজ মাল্টিমিডিয়া ও কয়েকজন চলচ্চিত্র ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই সাক্ষাতে নতুন কোনো ছবির কথাবার্তা হতে পারেও বলে জানা গেছে।
r
আপডেট, বাংলাদেশ সময় ১১: ৪৭ পিএম, ৩১ মার্চ ২০১৭, শুক্রবার
ডিএইচ
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur