পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রেমের ফাঁদে ফেলে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও মারধর করে নগদ তিন লাখ ২২ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে মামলা করেছেন এক ব্যবসায়ী।
মঠবাড়িয়া থানায় প্রেমিকা শিল্পী বেগমসহ ৯ জনের নামে এ মামলাটি করেন ব্যবসায়ী জাকির হোসেন।
মঠবাড়িয়া থানা পুলিশ শনিবার উপজেলার সাফা বন্দর থেকে অভিযুক্ত সহযোগী ইকবালকে আটক করার পর তার দেয়া তথ্যমতে পার্শ্ববর্তী ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি গ্রামের নানা বাড়ি থেকে শিল্পী আক্তারকেগ্রেফতার করেছে।
মঠবাড়িয়া থানার ওসি এম আর শওকত হোসেন বলেন, গ্রেফতারদের রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। ইকবাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।-ডেইলি বাংলাদেশ
বার্তা কক্ষ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur