চাঁদপুর সদর

চাঁদপুর পৌর ১১নং ওয়ার্ড যুবলীগের কর্মী সমাবেশ

বাংলাদেশ আওয়ামী যুবলীগ চাঁদপুর পৌর ১১নং ওয়ার্ড যুবলীগের পরিচিতি সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ নভেম্বর) বিকেলে গুনরাজদী আনোয়ারা ইসলাম দাখিল মাদরাসা অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর যুবলীগের আহ্বায়ক আঃ মালেক শেখ।

পৌর ১১নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মো. মিজানুর রহমান খানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক খলিফা সাদ্দাম হোসেন ও রাজিব পাটোয়ারী রাজুর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম ও ইকবাল হোসেন বাবু পাটওয়ারী।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি, সদস্য গাজী আব্দুল গনি, ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি তাফাজ্জল হোসেন তাফু, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক পাটোয়ারী, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান সামনু। শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌর যুবলীগের সদস্য কামরুল হাসান টিটু, লিজন পাটোয়ারী।

সভায় বক্তারা বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে যুবলীগের সকল পর্যায়ের নেতা-কর্মীকে এখন থেকে প্রস্তুত থাকতে হবে। দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করে যুবলীগকে ঘরে ফিরতে হবে। নির্বাচনের মাঠে যেকোনো সরযন্ত্র মোকাবেলা করতে হবে।
সভায় যুবলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক:মাজহারুল ইসলাম অনিক

Share