Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / দুধ দিয়ে গোসল করে যুবদল নেতার রাজনীতি অবসর ঘোষণা
রাজনীতি

দুধ দিয়ে গোসল করে যুবদল নেতার রাজনীতি অবসর ঘোষণা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. হোসেন মিয়া আকস্মিকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। শনিবার (৭ ডিসেম্বর) দিনগত রাত ১২টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।

ভিডিওতে তাকে দুধ ঢেলে গোসল করতে দেখা যায়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিও বার্তায় হোসেন মিয়া অভিযোগ করে বলেন, “আমি ধ্বংস হইনি, আমাকে ধ্বংস করা হয়েছে টাকা আর ষড়যন্ত্রের সিস্টেমের কাছে। আমার কাছের মানুষগুলোই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।”

তিনি জানান, তার রাজনৈতিক লড়াই ছিল বিএনপি, যুবদল এবং চাঁদপুর-২ আসনের মনোনীত প্রার্থী জালাল সাহেবের পক্ষে।

তার দাবি, আওয়ামী লীগ ও বিএনপির কিছু ব্যক্তির যোগসাজশে তাকে পরিকল্পিতভাবে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাই সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ তার প্রতি সহানুভূতি প্রকাশ করলেও অনেকে বিষয়টিকে আবেগপ্রসূত সিদ্ধান্ত হিসেবে দেখছেন।

কলাকান্দা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মহসিন ও সাধারণ সম্পাদক রফিক তাতী এক যৌথ বিবৃতিতে জানান, গ্রাম্য সালিশে হোসেন মিয়ার প্রতি অপমানজনক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। তারা বলেন, রাজনৈতিক কর্মীদের উদ্দেশ্যমূলক অপমান অগ্রহণযোগ্য। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু বলেন, ব্যক্তিগত হতাশা বা চাপের কারণে হোসেন মিয়ার এমন সিদ্ধান্ত দুঃখজনক। সংগঠনে কোনো অভিযোগ থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। পাশাপাশি তিনি হোসেন মিয়াকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।

ভিডিওর শেষাংশে হোসেন মিয়া বলেন, “আমি হাসির পাত্র হয়েছি, তবে সত্যই বলেছি। যে বুঝবে, সে একদিন বুঝবেন।”

প্রতিবেদক: মুসাদ্দেক আল আকিব/
৭ ডিসেম্বর ২০২৫