‘চাঁদাবাজি,জুলুমবাজি করতে চাইলে রাজনীতি ছেড়ে দেন’
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের পরীক্ষিত বন্ধু। আগামি দিনে আমরা আপনাদের সাথে নিয়ে সরকার পরিচালনা করতে চাই। বিএনপি জনগণের অনুভূতি নিয়ে সব সময় কাজ করে। আগামি তরুণ প্রজন্মের ভোটার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে ধানের শীষকে ভোট দিবে।
২৭ নভেম্বর বৃহস্পতিবার হাজীগঞ্জ উপজেলার ১২ নং দ্বাদশগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে গণংসযোগ ও পথসভা তিনি এসব কথা বলেছেন।
তিনি আরো বলেন,শহীদ জিয়ার আদর্শ নিয়ে আগামীর নতুন বাংলাদেশ পরিচালিত হবে এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে আমরা মাঠে কাজ করছি। এ জন্য আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,দলের নাম ভাঙ্গিয়ে কোন চাঁদাবাজি,জুলুমবাজি করতে চাইলে তারা রাজনীতি ছেড়ে দেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যে কোন সন্ত্রাসী,চাঁদাবাজি চলবে না।
দ্বাদশগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আনিছুর জামান মাস্টার এর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবুলের সঞ্চালনায় গণংসযোগ ও পথসভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির (সাবেক) সদস্য সচিব আলহাজ্ব মাওলানা নজরুল ইসলাম তালুকদার,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী,ঢাকা দক্ষিণ ওলামা দলের সভাপতি হাফেজ জসিম উদ্দিন,উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক আবু নাফের শাহ,সাবেক প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রনি তালুকদার,সৌদিআরব বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান কমল,১২ নং দ্বাদশগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ হেলাল উদ্দিন প্রধানিয়া,হাজীগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এমরান হোসেন এবং সাবেক সাংগঠনিক সম্পাদক ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবউদ্দীন (শাবু),উপজেলা যুবদলের সাবেক যুগ্ন-আহবায়ক আসাদ পাঠান,উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ জুয়েল রানা তালুকদার, যুগ্ন-আহবায়ক শামসুদ্দিন খান প্রমুখ।
দিনব্যাপী পথসভায় হাজীগঞ্জ উপজেলা ও ইউনিয়ন বিএনপির তৃনমুল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তিনি প্রথমে ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ,কাপাইকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ,সবশেষে নাছির কোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পথসভায় বক্তব্য রাখেন। এসময় উপজেলা,ইউনিয়ন ও স্বস্ব ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ করেসপন্ডেট/
২৮ নভেম্বর ২০২৫