ফরিদগঞ্জ

রাজনীতি নয় শিক্ষার্থীদেরকে আদর-সোহাগে পাঠদান করুন : ফরিদগঞ্জে ভূমি সচিব

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদের অডিটরিয়মে শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ ফেব্রুয়ারি রোববার সকালে শিক্ষা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো.মাকছুদুর রহমান পাটওয়ারী।

উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও শিউলী হরির সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ছাড়াও সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ভূমি মন্ত্রণালয়ের সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী বক্তব্য বলেন, শিক্ষাক্ষেত্রে কোন রাজনীতি চলবে না। শিক্ষার্থীদেরকে আদর সোহাগ করে পাঠদান করার আহবান জানান। সুস্থ্য দেহ ও সুস্থ্য মন বিকাশের স্বার্থে শিক্ষার্থীদেরকে শারিরীক কসরত করতে হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহাবুদ্দীন, উপজেলা চেয়ারম্যান এ্যাড জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান জিএস তছলিম হোসেন, ওসি আব্দুর রকিব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, ঢাকা কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি বেলায়েত হোসেন সুমন প্রমুখ।

প্রতিবেদক : শিমুল হাছান, ৯ ফেব্রুয়ারি ২০২০

Share