কচুয়া

রাজনীতির উদ্দেশ্য হলো মানুষের কল্যাণে কাজ করা

শুক্রবার, ১২ জুন ২০১৫ ০৯:১২ অপরাহ্ন

 

জিসান আহমেদ নান্নু, কচুয়া (চাঁদপুর) :

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, ‘কচুয়া-চান্দিনা দু’উপজেলার ঐতিহ্যের ধারক-বাহক গোঘরা বিলের বেরী বাঁধের কাজ সম্পন্ন করে এ এলাকাকে উন্নত জনপদে রূপান্তরিত করা হবে। রাজনীতির উদ্দেশ্য হলো মানুষের কল্যাণে কাজ করা। আপনাদের উন্নয়নই আমার লক্ষ্য ও সার্থকতা। আমার ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নেই। আপনাদের জন্যে কাজ করতে পারলে আমি সন্তুষ্ট হই।’

তিনি আরো বলেন, ‘বিগত ১৯৯৬ সালে তৎকালীন সময়ে আমি প্রতিমন্ত্রী থাকাকালীন সাচার-রাগদৈল সড়ক পাকাকরণ করি। কিন্তু ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত তৎকালীন স্বৈরতান্ত্রিক সরকার ক্ষমতায় থেকে এ রাস্তাটি সংস্কার কিংবা মেরামতের উদ্যোগে নেয়নি। বায়েক-রাগদৈল, সাচার-বজুরীখোলা তথা এ এলাকার অসমাপ্ত সকল কাজ এ সরকারের আমলেই সম্পন্ন করা হবে।’

তিনি শুক্রবার বিকেলে কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের রাগদৈল আইএম দ্বিখুমী উচ্চ বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন শেষে বিদ্যালয় মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন।

বিদ্যালয় পরিচলনা পর্ষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাাদক মো. মোশারফ হোসেন ফরাজী মহসীনের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইঞ্জিনিয়র মো. জহিরুল ইসলাম প্রধানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আইয়ুব আলী পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টা জিএম আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সহ-সভাপতি শহিদ দর্জি, যুগ্ম সম্পাদক মো. শাহজাহান, জাহাঙ্গীর হোসেন চৌধুরী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহিদ।

একই দিনে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি উপজেলার পাথৈর গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ অনুষ্ঠানে যোগদান, রাগদৈল ইসলামিয়া আলিম মাদ্রাসায় একাডেমিক ভবন উদ্বোধন ও রাগদৈল গ্রামে স্বাস্থ্য সেবা ক্লিনিক শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। পৃথক অনুষ্ঠানে সাচার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান সরদার, ইউপি চেয়ারম্যান ওসমান গণি মোল¬া, কচুয়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক নাজমুল আলম স্বপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক হাবিব মজুমদার জয়সহ দলীয় নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমসর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Share