Home / জাতীয় / রাজনীতি / রাজনীতিতে ফিরছেন সোহেল তাজ : পেতে পারেন দলীয় গুরুত্বপূর্ণ পদ
রাজনীতিতে ফিরছেন সোহেল তাজ : পেতে পারেন দলীয় গুরুত্বপূর্ণ পদ

রাজনীতিতে ফিরছেন সোহেল তাজ : পেতে পারেন দলীয় গুরুত্বপূর্ণ পদ

অবশেষে রাজনীতিতে ফিরে আসছেন জাতীয় চার নেতার অন্যতম তাজউদ্দিন আহমেদের পুত্র সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। শোনা যাচ্ছে, আগামী ২৮ মার্চ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রি-বার্ষিক সম্মেলনে দলের কেন্দ্রীয় কমিটিতে তিনি পদ পেতে পারেন। এবারের সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক পদ তিনটি থেকে বাড়িয়ে পাঁচটি করা হতে পারে। আর সেক্ষেত্রে দলের যুগ্ম সাধারণ সম্পাদকের একটি পদ সোহেল তাজ পেতে পারেন বলে সূত্র জানিয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার রাতে দুই বোনকে সঙ্গে নিয়ে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন সোহেল তাজ।

২০০৯ সালের ৩১ মে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে যুক্তরাষ্ট্রে চলে যান সোহেল তাজ। এরপর ২০১২ সালের ২৩ এপ্রিল তিনি সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন। দীর্ঘ সাত বছর পর কয়েক দিন আগে দেশে ফিরেন সোহেল তাজ।

শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্কালে কী আলোচনা হয়েছে তা নিয়ে দায়িত্বশীল কেউ মুখ খুলছেন না। তবে এ সাক্ষাতের মধ্য দিয়ে তার রাজনীতিতে ফেরার ইঙ্গিত আছে কেউ কেউ মনে করেন।

নিউজ ডেস্ক || আপডেট: ০১:১১ পিএম, ২৫ জানুয়ারি ২০১৬, সোমবার

এমআরআর