Home / বিশেষ সংবাদ / রাজনীতিক ও ধার্মিকরা আমার অধিকার গণধর্ষণ করলো : তসলিমা
রাজনীতিক ও ধার্মিকরা আমার অধিকার গণধর্ষণ করলো : তসলিমা

রাজনীতিক ও ধার্মিকরা আমার অধিকার গণধর্ষণ করলো : তসলিমা

দীর্ঘদিন নির্বাসিত থাকার যন্ত্রণার অভিব্যক্তি ফেসবুক স্টাটাসে প্রকাশ করতে গিয়ে দেশের রাজনীতিক আর ধার্মিকদের এক হাত নিলেন তসলিমা নাসরিন।

তিনি বলেন, বাংলাদেশ আজ ২১ বছর হলো আমাকে দেশে ফিরতে দিচ্ছে না। ২১ ফেব্রুয়ারিতে শহিদ মিনারে আমার ফুল দেওয়ার অধিকার লঙ্ঘন করছে বাংলাদেশ। বাংলা ভাষায় লেখা আমার কবিতা পড়ার অধিকার লঙ্ঘন করছে বাংলাদেশ।

পশ্চিমবঙ্গও লঙ্ঘন করছে আমার অধিকার। আমি ভারতের নাগরিক অধিকার না হলেও রেসিডেন্ট। ভারতের আইনে নেই রেসিডেন্টদের কবিতা পড়ার অধিকার থেকে বঞ্চিত করার কথা।
এই ছবিটি কলকাতার শহিদ মিনারের। কবিতা পড়ছি। তখনও কবিতা পড়ার অধিকার ছিল আমার। এরপর কী হলো, আমার সব অধিকারকে রাজনীতিক আর ধার্মিকরা মিলে গণধর্ষণ করলো।’

নিউজ ডেস্ক :

নিউজ ডেস্ক : আপডেট ০৩:০০এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬, শক্রবার

ডিএইচ