Saturday, 01 August, 2015 05:17:59 PM
দেশ বিদেশে বহুল আলোচিত সিলেটের শিশু শেখ সামিউল আলম রাজন (১৩) হত্যা মামলার মূল আসামি কামরুল ইসলামকে দেশে ফিরিয়ে আনতে সৌদিতে ৩২ পৃষ্টার নথি পাঠিয়েছে সরকার।
প্রেরিত নতিতে বরখাস্ত পুলিশের এসআই আমিনুলের দায়ের করা এজাহারের একটি কপিও সংযুক্ত করে দেয়া হয়েছে। সেই এজাহারে রাজন ‘চোর’ বলে উল্লেখ করা হয়েছে। যদিও ইতোমধ্যে আটক আসামীদের কয়েকজন ‘রাজন চোর ছিলনা, সেদিন ভ্যান গাড়ী নিয়ে খেলা করছিলো’ বলে আদালতে জবানবন্দি দিয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, সৌদি থেকে কামরুলকে ফেরানোতে এমনিতেই আইনি জটিলতা রয়েছে। ফাইলের সাথে পুলিশের দায়ের করা এজাহারের ফলে সেটি আরও জটিল হতে পারে। তাদের বক্তব্য, সৌদি আইনে চুরির কঠোর শাস্তি রয়েছে। এছাড়া, একজন নিরপরাধ শিশুকে হত্যার কারণে কামরুলকে বিচারের মুখোমুখি করতে সৌদি প্রশাসন যে ধরণের মানবিক পদক্ষেপ নিতে উৎসাহবোধ করত, চোর আখ্যায়িত এজাহারের কারণে সেই সুযোগ বাধাগ্রস্ত হবে।
চাঁদপুর টাইমস : ডিএইচ/২০১৫।
চাঁদপুর টাইমস ডট কম–এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি