রাজধানীতে স্বামীর সহযোগিতায় গৃহবধূকে গণধর্ষণ শেষে ভিডিও ধারণ

‎Monday, ‎20 ‎April, ‎2015  02:18:23 PM

ঢাকা প্রতিনিধি :

রাজধানীর ভাটারায় এক গৃহবধূ গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

ভাটারায় থানাধীন নতুনবাজার এলাকায় স্বামীর সহযোগিতায় গণধর্ষণ করা হয়। পরে গতকাল রোববার ওই গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

২২ বছর বয়সী গৃহবধূর অভিযোগ, তার স্বামীর নাম আলাউদ্দিন আজাদ। তারা নতুনবাজার খিলবাড়ি টেক এলাকায় থাকতেন। কিছুদিন আগে তিনি তার স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করেন। এরপর থেকে তিনি মিরপুরে খালার বাসায় ছিলেন। কয়েকদিন আগে স্বামী তাকে ফুঁসলিয়ে নতুনবাজারে ফারুক মিয়া নামের এক ব্যক্তির বাড়িতে নিয়ে আসে। এরপর গত শুক্র (১৭ এপ্রিল) ও শনিবার (১৮ এপ্রিল) ফারুকসহ ৪জন তার হাত-পা বেধে গণধর্ষণ করে এবং ভিডিও করে।

ওই ৪জন ব্যক্তি হলেন- সবুজ (২৮), ফারুক (৪০), শফিউল্লাহ (৪০) ও কাজী (৪০)।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

তবে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মোকতাকিন বলেন, তারা এ ধরনের কোনো অভিযোগ এখনো পায়নি।

চাঁদপুর টাইমস : এমআরআর/2015

নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে লাইক দিনhttps://www.facebook.com/chandpurtimesonline/likes

Share