Home / জাতীয় / রাজনীতি / বিএনপির বিজয় র‌্যালি : নেতা-কর্মীদের ঢল
বিএনপির বিজয় র‌্যালি : নেতা-কর্মীদের ঢল

বিএনপির বিজয় র‌্যালি : নেতা-কর্মীদের ঢল

মহান বিজয় দিবসে বিএনপির বিজয় র‌্যালি শুরু হয়েছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বুধবার বিকেল সাড়ে ৩টায় এ র‌্যালি শুরু হয়। পরে কাকরাইল, শান্তিনগর হয়ে মালিবাগ মোড় গিয়ে শেষ হয় এ র‌্যালি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা র‌্যালিতে অংশ নেন।

এদিকে বিএনপি চেয়ারপারস খালেদা জিয়া দলের নেতাদের নিয়ে বেলা পৌনে ১১টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ ছাড়া রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে বেলা ১২টার দিকে দলের নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান খালেদা জিয়া।

BNP-Rally

নিউজ ডেস্ক || আপডেট: ০৪:০৫ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৫, বুধবার

এমআরআর