রাজধানীর মতিঝিলে পুলিশের বাধায় সংক্ষিপ্তভাবে শেষ হয়েছে ন্যাশনাল সার্ভিস কর্মীদের অবস্থান কর্মসূচি। বৃহস্পতিবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।
জানা যায়, চাকুরী স্থায়ী করনসহ ৭ দফা দাবীতে দীর্ঘ দিন ধরে অন্দোলন করে আসছে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতাধীন কর্মচারীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় যুব উন্নয়ন অধিদপ্তর সামনে ন্যাশনাল সার্ভিসে’র কর্মীরা জড়ো হয়ে অবস্থান নেয়। এসময় আন্দোলনকারী নেতারা তাদেও দাবীর পক্ষে বক্তব্য দেয়।
কর্মসূচি চলাকালীন পুলিশ, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মচারী এবং আন্দোলনকারীদের মধ্যে বাকবিতান্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় পুলিশের মৃদু লাঠিচার্জে অবস্থান কর্মসূচিটি ছত্রভঙ্গ হয়ে যায়।
পরবর্তীতে ন্যাশনাল সার্ভিসের কর্মীরা আবারো একত্রিত হয়ে দুপুর পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে নেয় এবং মবিকেলে আন্দোলনকারীরা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মাধ্যমে
রাষ্ট্রপতির কাছে স্মারকলিপ প্রদান করেন।
এ বিষয়ে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদেও সভাপতি মো. মোস্তফা আল ইহযায বলেন, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির কর্মীদের চাকুরি স্থায়ী করা সহ ৭ দফা দাবী নিয়ে
শান্তিপূর্ণ আন্দোলন করছি। পুলিশ বিনা উস্কানিতে অবস্থান কর্মসূচিতে বাধা দিয়ে কর্মীদের মারধর করার অভিযোগ করেছেন তিনি।
তবে পুলিশের দাবী, ন্যাশনাল সার্ভিসের কর্মীদের অবস্থান কর্মসূচি পালনের অনুমতি না থাকায় তার বাধা প্রদান করেছেন।
উল্লেখ্য ন্যাশনাল সার্ভিস প্রকল্পের আওতায় দেশের ১শ ২৮টি উপজেলায় দৈনিক ২০০ টাকা হাজিরা ভিত্তিতে প্রায় দুই লক্ষাধিক শিক্ষিত বেকারকে নিয়োগ করা হয়েছিলো। ৭টি ধাপে হওয়া এ প্রকল্পের ৫ম ধাপের মেয়াদ শেষ হবে ৩০ নভম্বের।
প্রতিবেদক:আতাউর রহমান সোহাগ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur