Home / জাতীয় / রাজধানীতে দুই তাইওয়ান নাগরিকের উপর হামলা
রাজধানীতে দুই তাইওয়ান নাগরিকের উপর হামলা

রাজধানীতে দুই তাইওয়ান নাগরিকের উপর হামলা

রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরে নিজ প্রতিষ্ঠানের কর্মচারীদের হামলায় আহত হয়েছেন তাইওয়ানের দুই গার্মেন্টস ব্যবসায়ী। শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানাতে পারেনি উত্তরা পূর্ব থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া সেন্টারের উপ কমিশনার মুনতাসিরুল ইসলাম। তিনি জানান, আহত দুই বিদেশি নাগরিক গত ১০ বছর যাবৎ উত্তরার ৪ নং সেক্টরে বসবাস করে আসছেন।

এদিকে সূত্র বলছে, ব্যবসায়ী দ্বন্দ্বের জের ধরে বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের উপর হামলা চালায় কর্মচারীরা। ঘটনাটি বৃহস্পতিবার রাতের হলেও পুলিশ বিষয়টিকে ধামাচাপা দেয়ার চেষ্টা করছিল বলেও জানায় সূত্র।

নিউজ ডেস্ক ||আপডেট: ০৬:১৯  পিএম, ০৬ নভেম্বর ২০১৫, শুক্রবার

এমআরআর