নিউজ ডেস্ক :
রাজধানীর দক্ষিণখান মোল্লারটেক এলাকায় এক গৃহকর্মীকে বিকৃত পন্থায় ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে তার ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, ওই গৃহকর্মীর মায়ের অভিযোগের ভিত্তিতে দুপুর ১২টার দিকে উত্তরা ৪নং সেক্টরের একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।
ওই গৃহকর্মী দক্ষিণখান মোল্লারটেক এলাকায় খোকা মিয়ার বাসায় তিন মাস ধরে কাজ করত। খোকা মিয়ার আত্মীয় মো. আরিফ (৩০) ওই গৃহকর্মীকে কয়েকদিন ধরে বিভিন্ন বিকৃত পন্থায় অমানুষিকভাবে ধর্ষণ করে।
পরে ওই গৃহকর্মীকে মো. আরিফের বড় ভাই হুমায়ুন কবিরের উত্তরার বাসায় পাঠিয়ে দেওয়া হয়। ফোনে খবর পেয়ে গৃহকর্মীর মা রাজশাহী থেকে এসে থানায় অভিযোগ করে।
এসআই আরও জানান, থানায় মামলার প্রস্তুতি চলছে। মো. আরিফকে আটকের চেষ্টা চলছে।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur