রাজধানীর পুরাতন বিমানবন্দরের ভেতরে অবস্থিত জঙ্গল থেকে এক জীবিত নবজাতককে উদ্ধার করা হয়েছে। ফেলে রাখা ওই নবজাতকটিকে কুকুর কামড়াতে শুরু করলে ওর কান্নায় পাশে খেলতে থাকা কয়েকটি শিশু এগিয়ে গেলে কুকুরটি পালিয়ে যায়। পরে শিশুদের চিৎকারে জাহানারা বেগম নামে এক স্থানীয় বাসিন্দা নবজাতকটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
জাহানারা বেগম জানান, দুপুরে শিশুরা ওই জঙ্গলের পাশে খেলা করছিল। এ সময় একটি কুকুর ওই নবজাতককে কামড়াতে শুরু করলে সে কেঁদে ওঠে। ওর কান্নায় পাশে খেলা করা কয়েকটি শিশু এগিয়ে গেলে কুকুরটি চলে যায়। পরে নবজাতকটিকে উদ্ধার করে প্রথমে শিশু হাসপাতালে পরে ঢামেক হাসপাতালে নিয়ে যান তিনি।
ঢামেক হাসপাতালের নবজাতক ওয়ার্ডের বিভাগীয় প্রধান ডা. আবিদ হোসেন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নবজাতকের নাক, মুখে ও বাম হাতের আঙুলে ক্ষত চিহ্ন রয়েছে। বর্তমানে ওই নবজাতককে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
|| আপডেট: ০৮:৩৮ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০১৫, মঙ্গলবার
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur