Home / আন্তর্জাতিক / ডেনমার্কের রাজকুমারী ঢাকায়
MARRI

ডেনমার্কের রাজকুমারী ঢাকায়

ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ তিনদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। আজ ২৫ এপ্রিল সোমবার সকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তাকে স্বাগত জানান।

পররাষ্ট্র এক কর্মকর্তা জানান,রাজকুমারী ম্যারি ঢাকায় পৌঁছেছেন। কিছুক্ষণ আগে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান।

ডেনমার্কের রাজকুমার ফ্রেডরিকের স্ত্রী ম্যারি প্রথম কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করবেন। দুপুরে রাজকুমারী ঢাকায় ডেনমার্কের রাষ্ট্রদূতের আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেবেন।

বিকেলে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বি-পক্ষীয় বৈঠক করবেন। বিকেল ৫ টার দিকে তার কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে।

আগামিকাল ২৬ এপ্রিল মঙ্গলবার সকালে ডেনিশ রিফিউজি কাউন্সিলের ব্রিফিংয়ে যোগ দেবেন ম্যারি। তিনি রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে ক্যাম্প ৫-এ বৃক্ষরোপণের মাধ্যমে মাটি ক্ষয় নিয়ন্ত্রণ ও ডিআরসির পরিবেশ পুনরুদ্ধার কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

রাজকুমারী কয়েকজন রোহিঙ্গা সুবিধাভোগীর সঙ্গে মতবিনিময় করবেন এবং স্থানীয় সম্প্রদায়ের সঙ্গেও কথা বলবেন।

বুধবার রাতে ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে রাজকুমারীর।

২৫ এপ্রিল ২০২২
এজি