বাংলাদেশ গ্রুফ থিয়েটার ফেডারেশনভুক্ত সদস্য সংগঠন অনন্যা নাট্য গোষ্ঠীর গৌরবের ৪৪ বছর উপলক্ষে চার দিনব্যাপি কর্মসূচী গ্রহই করা হয়েছে।
তারই ধারাবাহিকতায় বুধবার প্রথম দিনে বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
অনন্যা নাট্যগোষ্ঠীর সভাপতি শহীদ পাটোয়ারীর নেতৃত্বে আনন্দ শোভা যাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মৃণাল সরকার, প্রতিষ্ঠাতা মোঃ হানিফ পাটওয়ারী, যুগ্ম সম্পাদক মুহাম্মদ আলমগীর, সংগঠনের সদস্য বিএম হান্নান, জয় রাম রায়, আখলাকুল ইসলাম লাকু, হেলাল সুখ, কামরুল ইসলাম, দুলাল সরকার, মোবারক শিকদার, জসীম মেহেদী,শরীফুল ইসলাম, এমএ কুদ্দুস রোকন, ফয়সাল ফরাজি, সীমা আক্তার, ফাতেমা, মারিয়া, নুসরাত, ইয়াসমিন, প্রিয়াংকা, আফরোজা, মিলি, বর্ণচোরা নাট্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, স্বরলিপি নাট্য দলের প্রতিষ্ঠাতা সভাপতি এম আর ইসলাম বাবু, মেঘনা থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি হারুনুর রশিদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ র্যালিতে অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, ১৯৭৪ সালের ২৪ অক্টোবর হোটেল আকবরীর ক্যান্টিনে অনন্যা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠা হয়। মাত্র পাঁচজন ব্যাক্তি এ সংগঠনের প্রতিষ্ঠা করেন। মো. হানিফ পাটোয়ারী, প্রয়াত হরিপদ চন্দ, প্রয়াত অজিত কুমার মুকুল,শাহলম স্বপন ও শফিকুর রহমান। বর্তমানে এদের মধ্য থেকে কেবল মাত্র মো. হানিফ এখনো সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছে। দেখতে দেখতে অনন্যা নাট্যগোষ্ঠী সাফল্যের সাথে ৪৪ বছরে এসে দাঁড়িয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর, ২০১৮