চাঁদপুর

রাঙামাটির দুর্গত এলাকায় হাজী কাউছ মিয়ার ত্রাণ সহায়তা

রাঙামাটিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকার অসহায়দের পাশে দাঁড়িয়েছেন দেশের সর্বোচ্চ করদাতা, চাঁদপুরের কৃতি সন্তান ও বিশিষ্ট দানবীর হাজি মো. কাউছ মিয়া।

২১ জুন হাজি কাউছ মিয়া তার পুত্র হাজী মোস্তফা মিয়া সুমনকে রাঙামটিতে পাঠিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের জন্য ২২ মে. টন চাউল সহায়তা প্রদান করেন।

এছাড়াও সুমন মিয়া নিজে উপস্থিত থেকে ৩ মে. টন চাউল দূর্গত মানুষের মাঝে বিতরণ করেন।
প্রসঙ্গত, সেখানেই প্রাকৃতিক দূর্যোগ সেখানেই দেশখ্যাত দানবীর ও শীর্ষ ধনী হাজি মো. কাউছ মিয়া ছুটে যান ত্রাণ সাহায্য নিয়ে। এছাড়াও তিনি ধর্মীয় উৎসবসহ বিভিন্ন সময়ে গরিব ও অসহায়দের জন্য প্রাণখুলে সহায়তার হাত বাড়িয়ে দেন।

এবারও তার ব্যতিক্রম ঘটেনি। রাঙামাটিতে পাহাড়ধসে ব্যপক প্রাণহানীর খবর শুনে তিনি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন।

প্রতিবেদক- আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ৪০ পিএম, ২৪ জুন ২০১৭, শনিবার strong>
ডিএইচ

Share