রাগদৈল উবির শিক্ষার গুনগত মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রাগদৈল ইমাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের আগামী এসএসসি পরীক্ষাকে সামনে রেখে শিক্ষার গুনগত মানোন্নয়নে ও ঝড়েপড়া রোধে এবং শতভাগ উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও ক্রিড়া সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয় হল রুমে এ অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক সভাপতি মো: কাজী মো: মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ শাহআলম চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, সাচার ইউনিয়ন বিএনপির আহবায়ক মো: আলাউদ্দিন আখন্দ, অবসরপ্রাপ্ত শিক্ষক মো: আবদুর রহমান, বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোঃ নূরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো: এমদাদুল হক আখন্দ, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ইঞ্জিনিয়ার মো: মেজবাহ উদ্দিন আখন্দ, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো: আবু নঈম ভূঁইয়া, সাবেক সদস্য মো: নঈমুল ইসলাম, রাগদৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইমাম হোসেন মুন্সি, অভিভাবক মো: নাসির উদ্দীন খান, সমাজ সেবক মো: ফখরুল ইসলাম সরকারস, স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা মিজানুর রহমান সহ আরো অনেকে।
পরে বিভিন্ন প্রতিযোগিতা কৃতি শিক্ষার্থীদের মাঝে আখন্দ পরিবারের পক্ষ থেকে পরিষ্কার সামগ্রী উপহার দেয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১ আগস্ট ২০২৫