রাগদৈল উবির বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ

কচুয়া উপজেলার রাগদৈল ইমাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া ও পুরষ্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনভর ওই বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন দাসের সভাপতিত্বে ও সিনিয়র সহকারি শিক্ষক শাহ আলম চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি ও সুহিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা কাজী মোহাম্মদ মোখলেছুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি মোশারফ হোসেন ফরাজী মহসীন, সহকারী প্রধান শিক্ষক মো. মতিউর রহমান, রাগদৈল সপ্রাবির প্রধান শিক্ষক মো. ছফি উল্লাহ, অভিভাবক সদস্য ডা. রঞ্জিত সরকার, আবু নাঈম ভূঁইয়া, আলী আরশাদ ও আকতার হোসেন প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৫ মে ২০২৩

Share