চাঁদপুরের কচুয়া উপজেলার রাগদৈল আই.এম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে রোববার (২৯ ডিসেম্বর) দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও বিশিষ্ঠ ব্যাংকার মোঃ রফিকুল ইসলাম মজুমদার এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মাওঃ সফিউল্লার পরিচালনায় বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাচার ইউনিয়নের চেয়ারম্যান ওসমান গনি মোল্লা।
স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালযের প্রধান শিক্ষক মনোরঞ্জন দাস। বক্তব্য রাখেন কংগাই উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ সামসুল হক, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মোশারফ হোসেন ফরাজি মহসিন, সদস্য সাদেকুর রহমান আখন্দ, ডাঃ রনজিৎ সরকার, আব্দুল লতিফ ভুইয়া, সহিদউল্লাহ পাটোয়ারী, সমাজ সেবক নুরুল ইসলাম স্বপন,বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মতিউর রহমান,সিনিয়র শিক্ষক নুরুল ইসলাম, রাগদৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, অভিভাবক হাজী মুখলেছুর রহমান, আবুল হাসেম প্রমূখ।
পরে শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
জিসান আহমেদ নান্নু
: আপডেট, বাংলাদেশ সময় ৭: ৩০ পিএম, ২৯ জানুয়ারি ২০১৭, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur