Home / উপজেলা সংবাদ / কচুয়া / রাগদৈল ইমাম মেমোরিয়াল উবির এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া
রাগদৈল

রাগদৈল ইমাম মেমোরিয়াল উবির এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রাগদৈল ইমাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বার্ষিক বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন দাসের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ শাহআলম চৌধুরী ও গাজী শফিউল্লাহর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মোখলেছুর রহমান।

বক্তব্য রাখেন,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য নইমুল ইসলাম, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন আখন্দ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহমান, রাগদৈল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষ ইমাম হোসেন মেহেদী, সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার সম্পাদক জিসান আহমেদ নান্নু,বিএনপি নেতা নূরুল ইসলাম প্রধান,বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: আনোয়ার হোসেন,সমাজ সেবক হাফেজ আব্দুল মতীনসহ আরো অনেকে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদায়ী পরীক্ষার্থী সারিকা আক্তার,নেহাল আহমেদ, আবদুল্লাহ আল মাহী, মানপত্র পাঠ করেন দশম শ্রেণির ছাত্রী তাজনুবা আক্তার হিমু।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৭ ফেব্রুয়ারি ২০২৫