কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রাগদৈল ইমাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি শিক্ষার্থীদের অগ্রগতি ও শিক্ষার মান উন্নয়নে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আলী আশ্বার্দের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন উদ্দিন আখন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন দাস।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: হুমায়ুন কবির খান ও শাহ আলম চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক মো. এমদাদুল হক আখন্দ, মিজানুর রহমান, হাবিবুর রহমান, ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন আখন্দ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আবু নাঈম ভূঁইয়া প্রমুখ।
এ সময় বিদ্যালয়ের অভিভাবক আলী আশ্বাদ, হুমায়ুন কবির, সমাজ সেবক মো: মজিবুল হক, সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন, গাজী সফিউল্যাহ, হাসান সহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২ অক্টোবর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur