বিনোদন নিউজ ডেস্ক :
খোলামেলা পোশাকে সাহসী দৃশ্যে অভিনয় করে যথেষ্ট পরিচিতি পেয়েছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। বিভিন্ন সময় লাগামছাড়া কথা আর কর্মকাণ্ডের জন্যও আলোচিত। সর্বশেষ সানি লিওনের সমালোচনা করে নিজে সমালোচিত হয়েছিলেন তিনি। তবে এবার পুরো ভারতে তিনি পরিণত হলেন মুখরোচক খবরে।
সম্প্রতি অনলাইনের নানা মাধ্যমে প্রকাশ হয়েছে রাখির একটি গোপন ভিডিও। সেটি প্রকাশের পর থেকেই সবাই হুমড়ি খেয়ে পড়েছেন ইউটিউব, ভাইবার, হোয়াটসঅ্যাপের মতো ভিডিও দেখার সাইটগুলোতে।
ভিডিওটিতে দেখা যায় নিজের পরা পোশাক পুরোপুরি খুলে ফেলে নগ্ন হলেন বলিউডের শীর্ষ আইটেম গার্ল রাখি সাওয়ান্ত। অথচ অনেক স্বাভাবিক মনে হচ্ছে তাকে। এরপর একইভাবে নতুন পোশাক শরীরে জড়াচ্ছেন আপন ভঙ্গিমায়।
ধারণা করা হচ্ছে, গোপন ক্যামেরায় রাখির এ দৃশ্যটি ধারণ করা হয়েছে। কারণ, ভিডিওটি কোন শপিংমলের পোশাকের দোকানের ট্রায়াল রুমে ধারণ করা। বিষয়টি নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন রাখি সাওয়ান্ত। যদিও সেটা বুঝতে দিচ্ছেন না তিনি।
অতীতে নিজে ঘটনা ঘটিয়ে বহুবার আলোচনায় এসেছেন এ তারকা। তবে এবার অনাকাঙ্ক্ষিতভাবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন রাখি। তার এই ভিডিও নিয়ে বলিউডপাড়ায়ও তোলপাড় শুরু হয়েছে। যদিও অবস্থা বেগতিক দেখে রাখি এই ভিডিওটি তার নয় বলে দাবি করেছেন।
এ বিষয়ে রাখি সাওয়ান্ত বলেন, ‘প্রথমেই আমি আমার ভক্ত-দর্শকদের অনুরোধ করব তারা যেন এই ভিডিওটি শেয়ার না করে। কারণ, তারা নিশ্চয়ই আমার ক্ষতি চান না। আমি এরই মধ্যে ইউটিউব থেকে এটি সরিয়ে ফেলার আবেদন করেছি। আসলে এ ঘটনাটি অনাকাঙ্ক্ষিত।
আমি কোন শপিংমলে গিয়ে পোশাক পরিবর্তন করেছি বলেও মনে পড়ে না। সুতরাং ভিডিওটির মেয়েটি আমি নই। আর হতে পারে প্রযুক্তির সহায়তায় আমার মুখটি বসিয়ে দেয়া হয়েছে। কেউ ভিডিওটি দেখে বিভ্রান্ত হবেন না প্লিজ।’
চাঁদপুর টাইমস : এএস/ এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur