কুমিল্লার লাকসামে অটোরাইস মিলের ফেলে রাখা জ্বলন্ত ছাইয়ের মধ্যে পড়ে দগ্ধ হয়ে রায়হান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।
শিশু রায়হান পৌরসভার ৯নং ওয়ার্ডের কার্দ্রা গ্রামের শাহ আলমের ছেলে।
এ ঘটনায় রায়হানের চাচা সজিবুর আলম জুয়েল থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৭ মে বিকালে পৌর শহরের কার্দ্রা এলাকায় আলিপ অটোরাইস মিলের পাশে শিশু রায়হান সহপাঠীদের সঙ্গে খেলা করছিল। এ সময় তাদের বল মিলের ছাই ফেলার একটি গর্তের মধ্যে পড়ে যায়।
এ সময় রায়হান তার বন্ধুদের নিয়ে বলটি খুঁজতে গেলে গর্তে থাকা জ্বলন্ত ছাইয়ের মধ্যে পড়ে দগ্ধ হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠান।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনদিন চিকিৎসাধীন থেকে আজ ভোরে মারা যায় রায়হান।
রায়হানে চাচা জুয়েল বলেন, আলিপ অটোরাইস মিলের জ্বলন্ত ছাই রাস্তার পাশে যত্রতত্র ফেলে রাখা হয়। এ নিয়ে প্রতিবাদ করেও কোনো কাজ হয়নি। গত ১৭ মে বিকালে রায়হান শিশুদের সঙ্গে খেলার সময় জ্বলন্ত ছাইয়ের মধ্যে পড়ে যায়। তিনদিন চিকিৎসাধীন থাকার পর আজ ভোর রাতে সে মারা গেছে।
লাকসাম থানার ওসি মেজবাহ উদ্দিন ভুইয়া বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কুমিল্লা প্রতিনিধি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur