Home / উপজেলা সংবাদ / কচুয়া / রহিমানগর ডিগ্রী কলেজের গভর্নিংবডির সদস্যদের মতবিনিময় সভা
কলেজের

রহিমানগর ডিগ্রী কলেজের গভর্নিংবডির সদস্যদের মতবিনিময় সভা

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রহিমানগর ডিগ্রী কলেজের গভর্নিংবডির সদস্যদের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃক কমিটির অনুমোদনের পর প্রথমবারের মত মঙ্গলবার কলেজের শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সদস্যদের সাথে শিক্ষার মান উন্নয়নে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে ঐতিহ্যবাহী কলেজের একাডেমিক উন্নয়ন ও শিক্ষার মান ধরে রাখার প্রতিশ্রুতি জানিয়ে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, রহিমানগর ডিগ্রী কলেজ গভনিংবডির সভাপতি ও বিএনপি কেন্দ্রী নির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবী।

কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামানের পরিচালনায় এসময় কলেজ গভর্নিংবডির বিদ্যোৎসাহী সদস্য আমির হোসেন মিয়াজী, মোঃ আজিজুল্লাহ মাষ্টার, অভিভাবক প্রতিনিধি মোঃ মোস্তফা সরওয়ার ভূইয়া, মোঃ দুলাল গাজী, শিক্ষক প্রতিনিধি মোঃ হুমায়ন কবির, মোঃ সবির হোসেন ও ফাতেমাতুজ্জহরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে কলেজ গভর্নিংবডির সভাপতি নাজমুন নাহার বেবী ও কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় তাদের উভয়কে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৩ জানুয়ারি ২০২৬