মাহে রমজানের পবিত্রতা রক্ষায় ও মাহে রমজানকে স্বাগত জানিয়ে দিনের বেলা হোটেল রেস্তুরা বন্ধ, পানাহার হতে বিরত থাকার দাবিতে সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম কচুয়া উপজেলা শাখা। শনিবার কচুয়ার রহিমানগর শাহী জামে মসজিদ থেকে বিশাল মিছিলটি শুরু হয়ে পুরো বাজার প্রদক্ষিন শেষে শাহজালাল শপিং সেন্টারের সামনে পথসভা অনুষ্ঠিত হয়।
১১নং গোহট দক্ষিন ইউনিয়ন জামায়েত ইসলামীর আমির মো: হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারী মাও: শামসুদ্দিন জাহিদীর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ মোহাম্মদ আলী সিদ্দিকী।
এ সময় গোহট দক্ষিন ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাও: হেলাল উদ্দিন, উপজেলা কর্ম পরিষদেও সদস্য মো: জাকির হোসেন বিএসসি, শিশিব দক্ষিন শাখার সভাপতি জাহিদ আহসান তামিম সহ অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১ মার্চ ২০২৫