Home / সারাদেশ / রহিমানগরে বিদ্যুতের দাবিতে ঘণ্টব্যাপি সড়ক অবরোধ
রহিমানগরে বিদ্যুতের দাবিতে ঘণ্টব্যাপি সড়ক অবরোধ

রহিমানগরে বিদ্যুতের দাবিতে ঘণ্টব্যাপি সড়ক অবরোধ

কচুয়ায় মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ের বিদ্যুতের দাবিতে রহিমানগর উত্তর বাজারে সড়ক অবরোধ করেছে বিক্ষুব্দ জনতা। সোমবার (২২ মে) দুপুর ১২টা থেকে প্রায় ১ ঘণ্টা রাস্তা গাছ ফেলে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে তারা।

ফলে কচুয়া-চাঁদপুর, কচুয়া-কুমিল্লা, রহিমানগর-ঢাকাগামী বাস ও অন্যান্য যানবাহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগামী ৩ দিনের মধ্যে বিদ্যুৎ বিভ্রাট স্বাভাবিক হবে প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেয় জনতা।

এদিকে বিকেলে ৩টার দিকে বিদ্যুৎ বিভ্রাট সংক্রান্ত বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করে কচুয়া পল্লী বিদ্যুৎ সমিতি।

এসময় কচুয়া পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (কম) মো. আব্দুল মতিন জানান, বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি জাতীয় সমস্যা। আগামী ৩/৪ দিনের মধ্যে বিদ্যুৎ স্বাভাবিক হয়ে যাবে। কচুয়াবাসী গত কয়েকদিন ধৈর্য্য ধারণ করায় সবাইকে ধন্যবাদ জানান তিনি।

প্রসঙ্গত. গত কয়েকদিনে প্রচণ্ড তাপদাহে টানা কচুয়ায় ঘন ঘন লোডশেডিং দেখা দিয়েছে। ফলে সাধারণ মানুষ অস্থির হয়ে উঠে।

জিসান আহমেদ নান্নু, কচুয়া
আপডেট, বাংলাদেশ সময় ১২ : ২০ পিএম, ২২ মে ২০১৭, সোমবার
ডিএইচ

Leave a Reply