কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় (লাইন অব কন্ট্রোল) ভারতীয় বাহিনীর সঙ্গে গোলাগুলিতে দুই পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) রাতভর এ গোলাগুলি হয়।
পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষ থেকে এমনটি দাবি করা হয়েছে। তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) এ খবর দিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম।
সংবাদমাধ্যম জানায়, বুধবার সন্ধ্যায় কাশ্মীরের পুঞ্চ এলাকার সাউজিয়ান সেক্টরে প্রায় ৮ মিনিট ধরে দুই বাহিনীর মধ্যে গোলাগুলি চলে। দু’পক্ষই মর্টারের গোলা ও গুলিবিনিময় করে। এরপর রাতে আবারও দু’পক্ষের মধ্যে এক দফায় গুলিবিনিময় হয়। এতে এ দুই সৈন্যের প্রাণহানি হয়। তবে ভারতীয় পক্ষের কেউ মারা গেছে কিনা সে বিষয়ে কেউ জানা যায়নি।
গত ১৮ সেপ্টেম্বর কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলা ১৮ ভারতীয় সৈন্য নিহত হওয়ার প্রেক্ষিতে নয়াদিল্লি-ইসলামাবাদ সম্পর্কে উত্তেজনা এখন চরমে। দু’পক্ষই সীমান্তে সেনা মোতায়েন ও তৎপরতা বাড়িয়েছে। দফায় দফায় যুদ্ধবিমানের মহড়া চালাচ্ছে পাকিস্তান। আর ভারতও প্রস্তুত করছে তাদের যুদ্ধবিমানকে।
দু’পক্ষের মধ্যে বাকযুদ্ধের মধ্যে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, ইসলামাবাদে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলন বয়কট করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০২:০০ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur