Sunday, April 19, 2015 2:04:56
চাঁদপুর টাইমস ডেস্ক :
আক্রান্ত হলে চব্বিশ ঘণ্টায় মৃত্যু অনিবার্য— এমন ‘রহস্যময়’ এক রোগে গত এক সপ্তাহে নাইজেরিয়ায় ১৭ জনের মৃত্যু হয়েছে।
দেশটির সরকার শনিবার এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
খবরে বলা হয়, নাইজেরিয়ার ওন্ডো রাজ্যের ওডে আয়ারলে শহরে রহস্যময় রোগটি ছড়িয়ে পড়েছে।
প্রাদেশিক সরকারের মুখপাত্র কেওডে আকিনমেড বলেছেন, ‘রহস্যময় এই রোগে এক সপ্তাহে ১৭ জন মারা গেছেন।’
এই রোগে আক্রান্ত হলে মাথা ব্যথা করে, দেহের ভর হ্রাস পায়, দৃষ্টি ঝাপসা হয়ে আসে এবং চেতনা নাশ হয়।
আকিনমেড আরও বলেছেন, এই রোগে আক্রান্ত হলে চব্বিশ ঘণ্টায় রোগী মারা যাবে।
ল্যাবরেটরিতে এরই মধ্যে এ নিয়ে গবেষণা শুরু হয়েছে। তবে প্রাথমিক পরীক্ষায় ইবোলা কিংবা অন্য কোনো জানাশোনা ভাইরাস ধরা পড়েনি। বিস্তারিত জানার জন্য গবেষকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, এ ধরনের ১৪টি কেসের কথা তারা শুনেছে। যার মধ্যে ১২ জনই মারা গেছেন।
আশার কথা হল, ১৭ জনের মৃত্যুর পর এই রোগের নতুন করে কোনো কেস ধরা পড়েনি।
চাঁদপুর টাইমস : এমআরআর/2015
নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : https://www.facebook.com/chandpurtimesonline/likes