চাঁদপুরের মতলব উওর উপজেলার উপজেলা ১০নং পুর্ব ফতেহপুর ইউনিয়নে লকডাউনে আটকে পড়া শতাধিক পরিবারের মাঝে রসুলপুর মানবিক সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। সংগঠনটি তাদের সদস্য ও শুভাকাংখীদের অর্থায়নে পর্যায়ক্রমে খাদ্য সহায়তা কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
উদ্যোক্তা নাজমুল বেপারী, কবির মৃধা ও জহির মিরের সমন্বয়ে গঠিত সংগঠনটি এরইমধ্যে কয়েক ধাপে খাদ্য সহায়তা দিয়েছে। এসব সহায়তার মধ্যে ছিলো চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, চিনি, লবণ, সাবান, ছোলাবুট ইত্যাদি। প্রতি প্যাকেটের পরিমাণ ছিলো ১৫ কেজি। রমজানেও খাদ্য সহায়তা দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে।
সৌদি প্রবাসী মোহাম্মদ আলী জানান, ‘করোনা ভাইরাস মহামারী থাকবে যতোদিন থাকবে ততোদিন আমাদের এ কর্মসূচি চলবে। আমাদের সংগঠন গরীব দুঃখী অসহায় মানুষের পাশে থাকবো। আমি চাই চাঁদপুর জেলা প্রসাশন ও বেসরকারি সংস্থাগুলো এগিয়ে এলে আমাদের সংগঠন আরো বেশি এগিয়ে আসতে সক্ষম হবে। সংগঠন করার উদ্দেশ্যে হলো গরীব-দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
এদিকে সংগঠনটি এ সহায়তা কার্যক্রমে যে কেউ অংশীদার হওয়ার সুবিধার্থে বিকাশ হিসাব খোলা হয়েছে। যার নং ০১৯২৭৪৪৯২৪৮
প্রেস বিজ্ঞপ্তি, ২৬ এপ্রিল ২০২০