প্রতি বছরই গরম মৌসুমে চাঁদপুর শহরের বিভিন্নস্থানে ফলের আড়ৎ গুলোতে বৈশাখী ফলের আমদানি হয়ে থাকে। আম, কাঁঠাল, লিচু, ভাঙ্গি, তরমুজ, আনারস সহ বৈশাখী বাহারী ধরনের ফল শোভা পায় ফলের দোকান গুলোতে।
কিন্ত এবার বৈশাখের আগে থেকেই চাঁদপুর শহরের ফলের আরৎ গুলোতে রসালো ও পানীয় ফলের আমদানি হতে দেখা গেছে। সড়কপথে কিংবা নৌপথে ট্রলারযোগে তরমুজ, বাঙ্গি সহ নানা ধরনের পানীয় ফল আসতে শুরু করেছে।
৩১ মার্চ বুধবার দুপুরে চাঁদপুর শহরের ১০ নং চৌধুরী ঘাটে ট্রলার যোগে এভাবেই নদীপথে তরমুজের আমদানি হতে দেখা যায়।
আর অল্প কয়দিন পরেই শুরু হবে পবিত্র মাহে রমজান। আর এ রমজান এবং গরমকে ঘিরে চরাঞ্চল থেকে নদীপথে পানীয় ফল তরমুজের আমদানি করছেন ব্যবসায়ীরা। প্রচণ্ড গরমে যখন মানুষ তৃষ্ণার্ত হয়ে ওঠে তখন সবাই পানীয় জাতীয় কিংবা রসালো ফল খেতে ভালোবাসেন।
এছাড়াও রমজানে মানুষ সারাদিন রোজা রেখে তৃষ্ণান্ত হয়ে সবাই চায় ইফতারিতে শরবত কিংবা কোন রসালো পানীয় ফল খেতে। আর সে লক্ষেই রমজানকে সামনে রেখে চাঁদপুরে পানীয় ফল তরমুজ ও বাঙ্গির আমদানি হতে শুরু করেছে।
প্রতিবেদক:কবির হোসেন মিজি,১ এপ্রিল ২০২১