চাঁদপুরের হাইমচরে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ১৪ জুলাই মঙ্গলবার উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদের আয়োজনে গাজীর বাজার জামে মসজিদের বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ ও দোয়া পূর্বক আলোচনায় উপজেলা জাতীয় পাটি সাধারন সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি ও পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ সর্বপ্রথম বাংলাদেশ ইসলাম ধর্মকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছেন। মুসমানদের জন্য তিনি ছিলেন মহান পুরুষ।
রশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিনি আরো বলেন এরশাদ সাহেবকে পল্লি বন্ধু না বললে কেউ চিনতো না। তিনি বাংলাদেশের জনগণের জন্য তার জীবন ও কর্ম উৎসর্গ করেছেন।
প্রতিবেদক : বিএম ইসমাইল, হাইমচরে ১৪ জুলাই ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur