চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরে অবস্থিত রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের নতুন ভাইস প্রিন্সিপাল হিসেবে অরুন চন্দ্র সরকার যোগদান করেছেন। এর পূর্বে তিনি মতলব উত্তর উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। অরুন চন্দ্র সরকার মতলব পৌরসভার মধ্য কলাদী গ্রামের স্বর্গীয় হীরা লাল সরকারের ছেলে।মাতা আরতী দত্ত। স্ত্রী তাপসী রাণী সুত্রধর( গৃহিণী)।সাংসারিক জীবনে ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। তিনি ১৯৮৭ সালে এসএসসি, ১৯৯১ সালে এইচএসএসসি, ১৯৯৩ সালে বিএসএস এবং ১৯৯৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাস্ট্র বিজ্ঞান বিভাগ থেকে পাশ করে বিগত ২০০০ সালে সুজাতপুর ডিগ্রি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।
২০১০ সালে ওই কলেজের সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়ে ২০২৩ সালের ৯ জুলাই পর্যন্ত কর্মরত ছিলেন। ১০ জুলাই রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজে ভাইস প্রিন্সিপাল হিসেবে ঢ়োগদান করেন।অরুন চন্দ্র সরকার শিক্ষকতার পাশাপাশি একজন আন্তর্জাতিক মানের দাবাড়ু। আন্তর্জাতিক রেটেড দাবাড়ু এবং ৯বার জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেন। ১৯৯৬ সালে জগন্নাথ হল চ্যাম্পিয়ান, ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রানার আপ হন এবং ১৯৯৯ সালে বোম্বাই আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতারয় অংশগ্রহণ করেন। ভাইস প্রিন্সিপাল অরুন চন্দ্র সরকার রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের পড়ালেখার মানোন্নয়নে সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও সকল পেশার মানুষের সর্বাত্বক সহযোগিতা কামনা করেছেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১৮ জুলাই ২০২৩