পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের ২৪টি দেশে খেজুর উপহার পাঠিয়েছে সৌদি আরব। এরই প্রেক্ষিতে ভারতীয় মুসলিমদের জন্য চার টন খেজুর উপহার পাঠায় দেশটি। আসন্ন রমজান উপলক্ষে তা বিতরণ করে নিউ দিল্লিতে অবস্থিত সৌদি দূতাবাস।
সৌদি দূতাবাসের রিলিজিয়াস অ্যাটাচি তত্ত্বাবধানে ইসলামিক অ্যাফেয়ার্স,দাওয়াহ অ্যান্ড গাইডেন্স মন্ত্রণালয় করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে সব খেজুর বিতরণ বিরতণ করে। এছাড়া ভারতের বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানেও উপহার হিসেবে তা পাঠানো হয়।
প্রতি বছর সৌদি আরব বিশ্বের বিভিন্ন দেশে মুসলিমদের জন্য সেবামূলক কার্যক্রম পরিচালনা করে। ইসলামের গুরুত্বপূর্ণ দিবসে উপহার হিসেবে খেজুর ও জমজম পানি বিতরণ করে থাকে।
৯ এপ্রিল ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur