রমজানে দেশের দরিদ্র ও দুস্থ পরিবারের সহায়তায় বিতরণের জন্য ১২১ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বৃহস্পতিবার ২৫ মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এ অর্থ বরাদ্দ দিয়েছে বলে জানানো হয়।
এতে বলা হয়,মুজিববর্ষে কোভিড পরিস্থিতিসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারকে তাৎক্ষণিকভাবে খাদ্য সহায়তার জন্য এ অর্থ ব্যয় করা যাবে।
দেশের ৬৪টি জেলার ৪ হাজার ৫৬৮ টি ইউনিয়নের প্রতিটিতে দু’লাখ ৫০ হাজার টাকা হারে ১১৪ কোটি ২০ লাখ টাকা মানবিক সহায়তা হিসেবে দেয়ার জন্য অর্থ ছাড় করা হয় বলে এতে জানানো হয়।
সারাদেশের ৩২৮টি পৌরসভার অনুকূলে ৫ কোটি ৬৭ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। এরমধ্যে ‘এ’ ক্যাটাগরির প্রতিটি পৌরসভার জন্য ২ লাখ টাকা, ‘বি’ ক্যাটাগরির প্রতিটি পৌরসভার জন্য ১ লাখ পঞ্চাশ হাজার টাকা এবং ‘সি’ ক্যাটাগরির প্রতিটি পৌরসভার জন্য ১ লাখ টাকা হারে বরাদ্দ দেয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,ঢাকা দক্ষিণ ও উত্তর,গাজীপুর এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের জন্য সাত লাখ টাকা হারে বরাদ্দ দেয়া হয়েছে। ময়মনসিংহ,নারায়ণগঞ্জ,কুমিল্লা,রাজশাহী,রংপুর,খুলনা,বরিশাল এবং সিলেট সিটি করপোরেশনের প্রতিটির জন্য ৫ লাখ টাকা হারে বরাদ্দ দেয়া হয়েছে।
তাছাড়া দেশের ৬৪ টি জেলায় ‘এ’ ক্যাটাগরি ২ লাখ,‘বি’ ক্যাটাগরি ১ লাখ ৫০ হাজার এবং ‘সি’ ক্যাটাগরি জেলার জন্য এক লাখ টাকা হারে ১ কোটি ৭৭ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
বার্তা কক্ষ , ২৬ মার্চ ২০২১
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur