মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমের পক্ষ থেকে জাতীয় পরিচয়পত্রে স্বামীর নাম ও শিক্ষাগত যোগ্যতার সংশোধন চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) করা আবেদন অনুমোদন পেয়েছে।
আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নির্বাচনী কর্মকর্তারা গত মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন। তফসিল ঘোষণার পর জাতীয় পরিচয়পত্র সংশোধনের প্রক্রিয়া বন্ধ রেখেছে ইসি। তবে জরুরি ভিত্তিতে কমিশনের অনুমতিক্রমে ও আইন অনুসারে এমন সংশোধন করা যেতে পারে।
মমতাজ বেগমের আবেদন প্রসঙ্গে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমরা (কমিশন) এরই মধ্যে তাঁর আবেদনে অনুমোদন দিয়েছি।’
মানিকগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মমতাজ বেগম সংশোধন ফরমে স্বামীর নামে মো. রমজান আলীর জায়গায় এ এস এম মঈন হাসান এবং শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণির জায়গায় দশম শ্রেণি করার আবেদন জানান।
আসন্ন নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন মমতাজ বেগম। তিনি গত নির্বাচনে এ আসনে থেকেই সংসদ সদস্য নির্বাচিত হন।
বার্তা কক্ষ