রমজানে জিনিসপত্রের দাম সহনীয় রাখতে হবে : চাঁদপুর জেলা প্রশাসক

চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেছেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। হোটেল রেঁস্তোরা বন্ধ রাখতে হবে এবং উন্নত করতে হবে। রমজানে জিনিসপত্রের দাম সহনীয় রাখতে হবে। দ্রব্যমূল্য তালিকা টানিয়ে রাখতে হবে। এ ব্যাপারে প্রশাসনের তরফ থেকে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হবে। খাদ্যে ভিতর রং মেশানো যাবে না।

সোমবার (২২ মে) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা বাজার উপদেষ্টা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় ব্যবসায়ীরাও রমজানে বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

জেলা মাকেটিং অফিসার এনএম রেজাউল ইসলামে পরিচালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মো.মাসুদ হোসেন, পলিশ কর্মকর্তা মনিরুজামান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাল ব্যাসায়ী সমিতির সহ-সভাপতি হাজী কাসেম গাজী, চাঁদপুর চেম্বারের সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর দোকান মালিক সমিতির সভাপতি মোস্তক হায়দার চৌধুরী, চাঁদপুর পৌর সভার সচিব আবুল কালাম ভুইয়া, রেস্তরা মালিক সমিতি সভাপতি দেলোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক আ.আজিজ দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মাসুদ আখন্দ, বিপনীবাগ বাজার সমিতির সভাপতি জয়নাল আবেদীন, মহামায়া বাজার সমিতির সাধারণ সম্পাদকশাহ জালাল, বাবুরহ্টা বাজার সমিতির সভাপতি দেলয়ার হোসেন খান। এ ছাড়াও সভায় জেলার বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।

প্রতিবেদক-আনোয়ারুল হক
আপডেট, বাংলাদেশ সময় ১২ :২০ এএম, ২৩ মে ২০১৭, মঙ্গলবার
এইউ

Share