চাঁদপুর

রমজানের প্রথম প্রহরে চাঁদপুরে রসালো ফলের আমদানি

প্রতি বছরই চাঁদপুর শহরের বিভিন্নস্থানে ফলের আড়ৎ গুলোতে বৈশাখী ফলের আমদানি হয়ে থাকে। আম, কাঁঠাল, লিচু, ভাঙ্গি, তরমুজ, আনারস সহ বৈশাখী বাহারী ধরনের ফল শোভা পায় ফলের দোকান গুলোতে।

কিন্ত এবার বৈশাখের আগে থেকেই মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতার জন্য চাঁদপুর জেলাকে লকডাউন ঘোষনা করার কারনে বন্ধ রয়েছে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান। তাই অন্যান্য বছরের মতো এবার শহরের কোথাও বৈশাখী ফলেরও তেমন কোন দেখা মিলেনি।

আজ থেকে শুরু হলো পবিত্র মাহে রমজান। আর এ রমজানকে ঘিরে লকডাউনের মধ্য দিয়েও চরাঞ্চল থেকে নদীপথে পানীয় ফল তরমুজের আমদানী করছেন ব্যবসায়ীরা। মানুষ সারাদিন রোজা রেখে তৃষ্ণান্ত হয়ে সবাই চায় ইফতারিতে শরবত কিংবা কোন রসালো পানীয় ফল খেতে। আর সে লক্ষেই রমজানের প্রথম প্রহরে চাঁদপুরে পানীয় ফল তরমুজের আমদানী হতে শুরু করেছে।

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর শহরের ১০ নং চৌধুরী ঘাটে ট্রলার যোগে এভাবেই নদীপথে তরমুজের আমদানি হতে দেখা যায়।

প্রতিবেদক:কবির হোসেন মিজি,২৫ এপ্রিল ২০২০

Share